মিজান লিটন: আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হায়দার সংগ্রাম। ইতোমধ্যেই তিনি সদরের অধিকাংশ ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ডগুলোতে তার প্রতীক (চাপকল) মার্কার লিফলেট বিতরন সহ ভোটারদের ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন।অধিকাংশের সাথে আলাপকালে জানাযায় প্রচার প্রচারনায় নুরুল হায়দার সংগ্রাম অনেক এগিয়ে রয়েছেন।
এমনকি প্রচারণাকালে অনেক ভোটাররা তার বাবার পরিচিতি ও উপকারের কথা তুলে ধরে তাকে ভোট দিবেন বলে আশ্বস্ত করেন। জানাযায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন সহ দুইবারের চেয়ারম্যান ছিলেন তার বাবা আব্দুল কাদির মাস্টার। তিনি সততার সহিত এই উপজেলায় তার দায়িত্ব পালন করে গেছেন।
তার সময় কালের কথা আজও উপজেলা মানুষ ভুলতে পারেননি। যারা তার দ্বারা উপকৃত হয়েছেন তারাই আজ নুরুল হায়দার সংগ্রামের পাশে এসে দাঁড়িয়েছেন। এমনকি তাকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।তিনি নেতা কর্মিদের সাথে নিয়ে বুধবার দিনভর বাগাদী ইউনিয়ন ছুটে বেড়াচ্ছেন।