শাহরাস্তিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সাংবাদিক সম্মেলন

শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে সাংবাদিক সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক রুমির পক্ষ থেকে ঘোড়া প্রতীকের প্রার্থী ইঞ্জিঃ মকবুল হোসেন পাটোয়ারীর হলফনামায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে।

বুধবার (১৫ মে) বিকেল ৪ টায় উপজেলা সদরস্থ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম মোল্লা।

তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী ইঞ্জিঃ মকবুল হোসেন পাটোয়ারী তার হলফনামায় ২৯ টি দলিলে ৯ কোটি ৬১ লক্ষ ১ হাজার টাকা মূল্যের কৃষি জমির তথ্য গোপন করেছেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী হলফনামায় প্রার্থী তথ্য গোপন করিলে প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হবে জানা সত্বেও প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী নির্বাচনী হলফনামায় তার সম্পদের বিবরণীতে এসব তথ্য গোপন করেছেন।

উক্ত প্রার্থী তার নির্বাচনী হলফনামার ৬খ) (১) নং কলামে স্থাবর সম্পদের “কৃষি জমির পরিমান ও অর্জণকালীন সময়ে আর্থীক মূল্য” এর তথ্য “প্রযোজ্য নহে” মর্মে উল্লেখ করেছেন।

অথচ তিনি দলিল নং-৩৭৪১, তারিখ ২৭/০৬/২০০৪ইং, দাতা-মোঃ হাবীব উল্লা এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ, জমির পরিমাণ-১২ শতক, মূল্য ১৮,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-৪১৪০, তারিখ ০৮/০৮/২০০৫ইং, দাতা-আবুল বাশার এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা- বলশিদ, জমির পরিমাণ-১৮ শতক, মূল্য ৩৫,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-৩৩৯১, তারিখ ১০/০৭/২০০০ইং, দাতা-আলী আহমদ এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন,

মৌজা-বলশিদ, জমির পরিমাণ- আধা শতক, মূল্য ১,০০০/- টাকা, রকম-ভিটি, দলিল নং-৩৪৮৬, তারিখ ২৯/০৭/২০০১ইং, দাতা-ফয়েজ উল্লা এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ, জমির – পরিমাণ-১৪ শতক, মূল্য ১০,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-৩৬৫৭, তারিখ ১০/০৮/২০১০ইং, দাতা-আবুল কালাম এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ, জমির পরিমাণ-১৮ শতক, মূল্য ৬০,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-৩৬৫৮, তারিখ ১০/০৮/২০১০ইং, দাতা-আবদুল হক এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ,

জমির পরিমাণ-৯ শতক, মূল্য ৩০,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-২০৪১, তারিখ ২৯/০৪/২০১০ইং, দাতা-আবদুল গনি এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ, জমির পরিমাণ-১০.৫ শতক, মূল্য ১,০০,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-৩৭৭, তারিখ ২৪/০১/২০১০ইং, দাতা-আবদুস সামাদ এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ, জমির পরিমাণ-১১.৫ শতক, মূল্য ৪০,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-৮০৩, তারিখ ২২/০২/২০১০ইং, দাতা-আবুল খায়ের, আবুল ফারা, আম্বিয়া এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ, জমির পরিমাণ-১১.৫ শতক, মূল্য ৪০,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং- ৪১৯৯, তারিখ ০৫/১০/২০০৮ইং, দাতা-হাজেরা কাতুন এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ,

জমির পরিমাণ-৯ শতক, মূল্য ৩৮,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-২৫৬, তারিখ ১৮/০১/২০১০ইং, দাতা-মোস্তফা কামাল, মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ, জমির পরিমাণ-১২ শতক, মূল্য ৪০,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-২১৪৬, তারিখ ২৭/০৫/২০০৭ইং, দাতা-আমির হোসেন এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা- বলশিদ, জমির পরিমাণ-২৭ শতক, মূল্য ৫০,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-৫৬৪৯, তারিখ ১৩/১২/২০১০ইং, দাতা-মনোয়ারা বেগম এবং গ্রহীতা-মোঃ মকবুল হোসেন, মৌজা-বলশিদ, জমির পরিমাণ-১২ শতক,

মূল্য ৫০,০০০/- টাকা, রকম-নাল, দলিল নং-২০১, সন-২০১৮, মূল্য-৪,৪২,০০০/-, দলিল নং-২০২, সন-২০১৮, মূল্য-৪,৪২,০০০/-, দলিল নং-৫৩৬, সন-২০১৮, মূল্য-৯,০০,০০০/-, দলিল নং-১৪৪৪, সন-২০১৮, মূল্য-৪,৩০,০০০/- দলিল নং-১৩২৮, সন-২০১৯, মূল্য-৬,৭৫,০০০/- দলিল নং-২৪৭২, সন-২০১৯, মূল্য- ৬,৬০,০০০/- (২০) দলিল নং-২৪৭৩, সন-২০১৯, মূল্য-৩,১৫,০০০/- দলিল নং-২৫৮৪, সন-২০১৯, মূল্য-১,০২,০০০/- দলিল নং-৪০৯২, সন-২০১৯, মূল্য-১,৯৫,০০০/-দলিল নং-৪২৫, সন-২০১৯, মূল্য-৪,১৬,০০০/- দলিল নং-৩৪৪, সন-২০২১, মূল্য- ২,৪৩,০০০/- দলিল নং-৪১৬৪, সন-২০২২, মূল্য-৪,০০,০০০/- দলিল নং-১৭৯, সন- ২০২৩, মূল্য-৩,২৩,০০০/- দলিল নং-১১৩২, সন-২০২৩, মূল্য-১৬,০০,০০০/- দলিল নং-২৪২৯, সন-২০২৩, মূল্য-১২,২৫,০০০/- (২৯) দলিল নং-২৪৩০, সন-২০২৩, মূল্য- ৩,৬৫,০০০/- টাকা।

উক্ত দলিলগুলি ব্যতিত প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারীর আরো কৃষি জমি রয়েছে। কিন্তু নির্বাচনী হলফনামায় তাহার সমস্ত কৃষি জমির তথ্য গোপন করেছেন।

এমতাবস্থায় নির্বাচনী হলফনামায় তথ্য গোপন রাখার দায়ে প্রার্থীতা বাতিলের বিধান থাকায় নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করা প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী মকবুল হোসেন পাটোয়ারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা মেয়র হাজী আবদুল লতিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মান্নান মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারি, পৌর যুবলীগের সাবেক আহবায়ক শাহ এনামুল হক কমল, আওয়ামী লীগ নেতা আবু নাসের ওয়াজেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল কবীর প্রমুখ।

সম্পর্কিত খবর