চাঁদপুর খবর রির্পোট : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল ১৫মে (বুধবার) সকাল ১০টা বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বক্তব্যে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের জীবনমূখী শিক্ষা অর্জন করতে হবে। পড়ালেখার পাশাপাশি আদর্শ নাগরিক হতে হবে। গুনীদের সম্মান করতে হবে। তোমাদের মাঝে দেশপ্রেম থাকতে হবে। নৈতিকতা শিক্ষা, সু-শিক্ষা অর্জন করতে হবে।
তিনি বলেন, আপনাদের মাঝে থাকতে হবে লক্ষ অর্জনের কৌশল, ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানো। আপনারা সবাই কোন না কোন দিক থেকে মেধাবী। শুধু পড়ালেখা করলেই হবে না, পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতিতেও মেধা অর্জন করতে হবে। আপনারা আলোকিত মানুষ হবেন, সমাজকে আলোকিত করবেন। ভালো মানুষ হবেন, যাতে মৃত্যুর পরও মানুষ স্মরণ করে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী বক্তব্যে বলেন, ১৯৪৮সালে আমার দাদা নারী শিক্ষার প্রসারের লক্ষে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষায় এ অঞ্চলে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, বিনোদন প্রয়োজন, তাই আজকের এ আয়োজন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুবই আন্তরিত মানুষ ও ইনোগেটিভ অফিসারর।
মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন।
তিনি বলেন, তোমরা শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে। তোমাদের নিজেকে সেইভাবে গড়ে তুলেতে হবে। এ বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো, তার ধারাবহিকতা তোমাদের ধরে রাখতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান।
এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও অভিভাবক মো: আবুল কাসেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা (ভান্ডারী) মিজি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মে: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক আব্দুল মান্নান, খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিকি বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা আক্তার, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষক রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিকি বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে যেমন খুশি তেমন সাজ পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ পর্ব ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াক জামিল সৈকত, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতকে স্বাগত, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয় মানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী সহ শিক্ষকবৃন্দ।
শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও অতিথিদের বেইজ পরিধান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দগণ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থী নাভিলা আক্তার নুহা, গীতা পাঠ করেন দশম শ্রেনির মানবিক বিভাগের ছাত্রী পূজারানী।