ফলোআপ : মতলব দক্ষিণে লাইনম্যান দিয়ে গাড়ি রিকুজিশান

চাঁদপুর খবর রির্পোট: পুলিশের নামে সিএনজি আটক করে লাইনম্যান!” শিরোনামে ১৪ মে মঙ্গলবার চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন প্রশাসন।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, পুলিশের কাজে গাড়ি রিকুজিশান প্রক্রিয়াটি চলমান বিষয়। কিন্তু লাইনম্যান পুলিশের নাম ভাঙ্গিয়ে কাজটি করবে সেটি অবশ্যই অন্যায়। বিষয়টি আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব ।
গতকালকের দৈনিক চাঁদপুর খবরে এনিয়ে প্রতিবেদন প্রকাশ হলে চাঁদপুরের পুলিশ সুপারের মহোদয়ের দৃষ্টিতে আসে । তিনি ব্যব্স্থা নিবেন বলে জানান ।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামের বাসিন্দা সিএনজির ড্রাইভার অাহাদ গাজী যাত্রী নিয়ে মতলব বাজারে আসে। পরে চাঁদপুরে ফেরার পথে লাইনম্যান পরিচয় দিয়ে রহমত নামের এক ব্যক্তি পুলিশের কাজে গাড়ি রিকুজিশান করার নাম করে থানায় নিয়ে যায়। পরে ওই ভুক্তভোগী সিএনজি ড্রাইভার বিষয়টি দৈনিক চাঁদপুর খবর পত্রিকা অফিসে অবহিত করলে পরবর্তীতে তার গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

 

সম্পর্কিত খবর