চাঁদপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে এখন আমরা শতভাগ উৎপাদনশীল দেশ। আগে আমাদের জমির পরিমাণ বেশি থাকলেও উৎপাদনের পরিমাণ ছিল শতকরা ৬০ ভাগ। কিন্তু এখন জমির পরিমাণ কম থাকলেও উৎপাদন শতভাগ। গতকাল ১৩ মে সোমবার বিকেলে চাঁদপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন,গবেষণার মাধ্যমে উন্নত জাত তৈরি করা।সময় মতো সার সেচের ব্যবস্থা করা।সব সূযোগ সুবিধা পেয়ে কৃষকরাও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে।যারফলে আজকে খাদ্যে আমারা একটা নিরাপদ জায়গায় এসে পৌঁছেছি।এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বশির আহমেদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত )সুদীপ্ত রায়, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এড. রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ।অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন জেলা খাদ্য বিভাগ।

পরে মন্ত্রী ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

সম্পর্কিত খবর