চাঁদপুরে বিশ্ব মা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

তিনি বক্তব্যে বলেন, পৃথিবী অনেকে অনেক কিছু হতে পারবেন কিন্তু মা হতে পারবেন না। মা হওয়া সত্যিই বড় অহংকার বা গৌরবের। একজন কর্মজীবী নারী হলেও বাসায় ফিরে তার সমস্ত কাজ শেষ করতে হয়। পারবিবারীক কাজ নারী-পুরুষ সকলে সমন্বয় করে কাজ করা দরকার।

মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক নাছিমা আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু ও ব্র্যাকের প্রতিনিধি জিয়াউর রহমান প্রমূখ।

এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর