কচুয়া ও ফরিদগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। যাচাই-বাছাই শেষে দুই উপজেলায় প্রার্থী ছিলেন ২৭ জন।

রোববার (১২ মে) দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বিকেলে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার (কচুয়া ও ফরিদগঞ্জ) মো. মোজাম্মেল হোসেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা পাঁচ প্রার্থী হলেন- ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলার ছাত্রলীগের সাবেক নেতা মো. তছলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তোফায়েল আহমেদ ভূঁইয়া ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জোবায়ের হোসেন।

নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন থাকছেন।

এছাড়া কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন।

 

সম্পর্কিত খবর