মতলবের বাইশপুরে পাকা ধান কাটতে না পারায় ক্ষতির আশঙ্কা কৃষকের

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ আদালতে মামলা জনিত কারনে মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর গ্রামে একটি ফসলি জমির পাকা ধান কর্তন করে ঘরে তুলে নিতে পারছেন না কৃষক।এ নিয়ে ক্ষতি হওয়ার আশঙ্কায় চরম দুঃশ্চিতার মধ্যে রয়েছে ওই জমির মালিক মোঃ গফুর প্রধান।

জানা গেছে উত্তর বাইশপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রধানের ছেলে আব্দুল গফুর প্রধান পৈত্রিক ও খরিদা সূত্রে মালিক বাইশপুর মৌজার ২৩ শতাংশ জমিনে চলতি মৌসুমে ইরি ধান চাষ করেন। তারই ভাতীজা লিয়াকত আলী প্রধান গং ওই ফসলি জমি দখল করার জন্য নানা ধরনের হুমকি ধমকি দেয়ায় চাঁদপুর আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আব্দুল গফুর প্রধান। পরে মতলব দক্ষিণ থানা পুলিশ উভয়পক্ষকে স্থিতাবস্থায় থাকার জন্য নোটিশ জারি করেন।

এদিকে জমির ধান পাক ধরায় এবং গানগুলো যেন বিনষ্ট না হয় সেজন্য পাকা ধান কর্তন করার জন্য রিসিভার নিয়োগ চেয়ে আদালতে আবেদন করেন জমির মালিক আব্দুল গফুর প্রধান। তাই কৃষকের অর্জিত ফসল যেন সঠক সময়ে কর্তন করতে পারে সেজন্য বিজ্ঞ আদালতের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এ কৃষক।

সম্পর্কিত খবর