চাঁদপুরে এনপিও এর জনবলের সক্ষমতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ

চাঁদপুর জেলায় ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় “উন্নত বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১১ মে চাঁদপুর জেলায় ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় “উন্নত বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, দক্ষ জনবল তৈরির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এনপিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উৎপাদনশীলতা বাড়লে মালিক, শ্রমিক সকলেই লাভবান হবে। টেকসই প্রবৃদ্ধি এবং সুখী-সমৃদ্ধ দেশ গড়তে উৎপাদনশীলতা অপরিহার্য।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন চাঁদপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো: মাকছুদুর রহমান, বিসিকের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ও বিসিকের সাথে সংশ্লিষ্ট উপকারভোগী।

সম্পর্কিত খবর