শাহতলী জিলানী চিশতী উবি কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আইয়ুব আলী বেপারীর দোয়াত-কলম মার্কার সমর্থনে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১১মে (শনিবার) বিকাল ৪টায় শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব মো: আব্দুল হান্নান সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব মো: আব্দুল হান্নান সবুজ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে। তাই আপনারা স্মার্ট কার্ড অবশ্যই সাথে আনবেন। চেয়ারম্যান প্রাথী আইয়ু্ব ভাই খুবই ভালো মানুষ। আপনারা দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে আইয়ুব ভাইকে জয়ী করবেন। নিজে ভোটের দিন কেন্দ্রে আসবেন এবং সাথে পরিবারের ভোটারদেরও নিয়ে আসবেন ।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারীর পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: কামাল হাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ফারুক মিজি।

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: কামাল হাজী তার বক্তব্যে বলেন, চেয়ারম্যান প্রার্থী মো: আইয়ুব আলী বেপারীর দোয়াত-কলম মার্কার সমর্থনে ২১মে সবাই ভোটের দিন ভোট এসে ভোট দিবেন । চেয়ারম্যান প্রার্থী মো: আইয়ুব আলী ভাই একজন সজ্জন ব্যক্তি ও ভালেঅ মনের মানুষ । তাকে নিবাচিত করলে জনগনের জন্য কাজ করবে । সবার দরজা আইয়ুব ভাইয়ের জন্য খোলা থাকবে ।

সভায় উপস্থিত আওয়ামীলীগের নেতাকমীদের প্রস্তাব ও সমথরের ভিত্তিতে সবসম্মতিক্রমে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগে সদস্য মো: মোস্তফা মিজি (ভান্ডারী)কে আহ্বায়ক ও ধর্মবিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী কে সদস্য সচিব করে ৩৬সদস্য বিশিষ্ট চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আইয়ুব আলী বেপারীর দোয়াত-কলম মার্কার সমর্থনে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়কগণ হলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, মো: সোহেল হাজী, মো: শরীফ খন্দকার, মো: আব্দুল কুদ্দুস বেপরী , মো: মিজানুর রহমান মিজি, মো: আক্তার হোসেন পাটওয়ারী, মো: নুরুজ্জামান , সহকারি সদস্য সচিবগণ হলেন মো: মনির চৌধূরী, মো: সফিক চৌধুরী, মো: ইসমাইল গাজী, ডা: আলাউদ্দিন, মো: সুজন হাজী, কমিটির সদস্যগণ হলেন মো: রায়হান বেপারী, মো: শুকুর বেপারী, এমরান গাজী, সোহরাব মল্লিক, ফারুক গাজী, গোলাপ গাজী, সোহাগ বেপারী, রাসেল মিজি, মাহফুজ বেপারী, আরিফ হাজী, ফয়সাল হাজী, কাইয়ুম মল্লিক, মো: আজাদ, ইলিয়াছ পাটওয়ারী, আলম গাজী, মো: সফিউল্লাহ বেপারী, জুয়েল বেপারী, মো: জামাল কারী, সোবহান চৌধুরী, মো: নয়ন কারী, ইসমাইল মল্লিক, রায়হান গাজী। পরবতীতে কমিটিতে আরো সদস্য অন্তভুক্ত করা হবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ । গতকাল ১১মে চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব মো: আব্দুল হান্নান সবুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৪নং ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা বকাউল, স্থানীয় মো: মোবারক কারী, মো: বাদশা গাজী সহ স্থানীয় নেতাকর্মীগণ।

সম্পর্কিত খবর