আজ দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের সেমি-ফাইনাল

প্রেস বিজ্ঞপ্তি : আজ ১১মে ২০২৪ শনিবার দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার জয়ধ্বনি (সেমি-ফাইনাল) পর্ব।

সকাল ৯ টায় চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর রোটারী ভবনে যুগপৎ চলবে এই পর্ব। পাঁচটি গ্রুপে সেরা ২০টি বিতর্ক দল আজকের সেমি-ফাইনালের কঠিন পর্বটিতে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হবে ৮ জুনের ফাইনালের টিকেট পেতে। উদ্দেশ্য একটাই–পাঁচটি পৃথক চ্যাম্পিয়নশিপ অর্জন করা।

২০২০ সালে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্কের দ্বাদশ তথা যুগপূর্তি পর্বটি অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে সেটি করা সম্ভব হয় নি। অবশেষে ২০২৩ সালের অক্টোবর থেকে জেলার আটটি উপজেলার ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক দল নিয়ে শুরু হয় দ্বাদশ পর্বটি। গ্রুপ করা হয়েছে পাঁচটি–প্রাথমিক, মাধ্যমিক, কলেজ-বিশ্ববিদ্যালয়, সংসদীয় ও ইংরেজি। উপজেলা পর্যায়ে প্রান্তিক (বাছাই) পর্ব সম্পন্ন করার পর অভিযাত্রা, অগ্রযাত্রা ও জয়যাত্রা (কোয়ার্টার ফাইনাল) পর্বশেষে আজ হচ্ছে জয়ধ্বনি (সেমি-ফাইনাল) পর্ব।

এ পর্বে বিজয়ী জেলার সর্বোচ্চ সেরা ১০ টি দল আগামী ৮ জুন ২০২৪ শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশ নেবে উল্লাস (ফাইনাল) পর্বে।

সম্পর্কিত খবর