চাঁদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হলেন কামাল হোসেন 

চাঁদপুর খবর রির্পোট:  চাঁদপুর জেলার শ্রেষ্ঠ “উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার“ নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ চাঁদপুর জেলার শ্রেষ্ঠ “উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার “ নির্বাচিত হন তিনি।

তিনি চাঁদপুর সদরে দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন। যাঁরা অনলাইনে বিচরণ করেন তাঁরা নিশ্চই তাঁর শিক্ষা সংক্রান্ত কর্মকান্ড নিয়মিত প্রত্যক্ষ করছেন যিনি তাঁর জুরিডিকশনের মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার দেখা সবচেয়ে অধিক সংখ্যকবার পরিদর্শন করে থাকেন ।

যার ফলে চাঁদপুর সদরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিস অত্যন্ত প্রশংসার দাবী রাখে। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যবহারে অনন্য ভূমিকা রাখছেন । তাঁর ডাইনামিক নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহারে চাঁদপুর সদর অনেক দূর এগিয়েছে। বলা যায় চাঁদপুর সদর এখন অনেক সাজানো গোছানো একটি উপজেলা। অত্যন্ত পরিশ্রমি ,বিনয়ী , সৎ এবং নিষ্ঠাবান একজন কর্মকর্তা মো: কামাল হোসেন।

চাঁদপুরের শাহরাস্তিতে জন্ম নেয়া কামাল হোসেন ছাত্র জীবন থেকেই মেধাবী। কামাল হোসেন এর সাবজেক্ট ছিল পরিসংখ্যান।।ছাত্রজীবনে  অত্যন্ত মেধাবী মো: কামাল হোসেন কমপ্লেট একজন ভদ্র লোক এবং একজন দক্ষ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা । চাকুরী জীবনের শেষ প্রান্তে এসে কাজের স্বীকৃতি পেলেন চাঁদপুর জেলার “শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার” নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। পরবর্তী রাউন্ড বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হবেন তেমনটাই প্রত্যাশা।

সম্পর্কিত খবর