
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।
গতকাল জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর জেলা কমিটির এক সভায় মো: কামাল হোসেনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করেন ।
গতকাল ৬মে চাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য জানান।
অভিনন্দন
এদিকে, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।