চাঁদপুর নৌ- থানা পুলিশের অভিযানে ২২আসামী আটক 

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ থানার ২৪ ঘন্টার অভিযানে ২২আসামী আটক করা হয়েছে। এ তথ্য গতকাল  ২৮ এপ্রিল রাতে দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন  চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামান ।

জানা গেছে, ২৭এপ্রিল সকাল টায় চাঁদপুর সদর পৌরসভাধীন চাঁদপুর লঞ্চ টার্মিনালের নৌ পুলিশ ডিউটিরত অবস্থায় সিএনজি ও অটোরিক্সা যাত্রীদের যাত্রীদের ব্যাগ টানাটানি অবস্থায় চিৎকার চেচামেচি করে লঞ্চের চালক, স্টাফ ও যাত্রীদের বিরক্তি সৃষ্টি অবস্থায় ১। মোঃ ইসমাইল আকন (৩৫), পিতা-মৃত রতন আকন, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-চর লক্ষি, ৩নং ওয়ার্ড, থানা- রায়পুর, জেলা-লক্ষ্মীপুর, ২। রাহাত (২১), পিতা-ইমান হোসেন প্রধানিয়া, মাতা-সেলিনা বেগম, সাং-কলাদি,

৩নং ওয়ার্ড, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ৩। হাসনাত গাজী (৩২), পিতা-মৃত আব্দুর রফ গাজী মাতা-মনোয়ারা বেগম, সাং-শ্রীরামপুর, ৩নং ওয়ার্ড, ৪। মোঃ জমির উদ্দিন বেপারী (৩৫), পিতা-মৃত খালেক বেপারী, মাতা-রহিমা বেগম, সাং-কবরস্থান রোড, ৭ নং ওয়ার্ড, উভয় থানা ও জেলা-চাঁদপুর আটক করা হয়।

আটক ৪জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার ননএফআইআর প্রসিকিউশন পুলিশ আইন ১৮৬১ এর ৩৪ ধারায় দাখিল করা হয়েছে।

আরেকটি অভিযানে ২৭এপ্রিল চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপিস্থ হানারচর নামক স্থানের মেঘনা নদী হতে ১) ফয়সাল প্রধানিয়া (২০), পিতা-মিজানুর রহমান প্রাধানিয়া, মাতা-ফাতেমা, সাং-জহিরাবাদ , ৫নং ওয়ার্ড, জহিরাবাদ ইউপি, ২। মোঃ নরুজ্জামান (৪৫), পিতা-খলিল সরকার, খাতুন, ৩। মোঃ কাউছার (১৯), পিতা-নুরুজ্জামান, মাতা- ডলি বেগম, উভয় সাং-দক্ষিন রামপুর, ৭নং ওয়ার্ড, সর্ব থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ৪। মোঃ আব্দুল মান্নান খাঁন (৪৮), পিতা-মোহাম্মদ খান, মাতা-হাজেরা বেগম, ৫। মোঃ পারভেজ খাঁন (২০), পিতা-আব্দুল মান্নান খাঁন, মাতা-পিয়ারা বেগম, উভয় সাং-তরপুরচন্ডি, ৬নং ওয়ার্ড, তরপুরচন্ডি ইউপি, থানা ও জেলা-চাঁদপুর, ৬। বাধন (১১), পিতা-বারেক, মাতা-শারমিন বেগম, ৩নং ওয়ার্ড, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ৭। আরাধন চন্দ্র বর্মন (৪৮), পিতা-চন্দ্র মোহন বর্মন, মাত-রেনু বালা, ৮। বাদল চন্দ্র বর্মন (৪০), পিতা-বাগবদ বর্মন, মাতা-রনি রানী, ৯। সুশীল চন্দ্র বর্মন (৩৮), পিতা-সুধন্য বর্মন, মাতা- মঞ্জুরি রানী, সর্ব সাং-ছটাকি, ৩নং ওয়ার্ড, ইউপি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরদেরর গ্রেফতার করা হয়।

এসময় আসামীদের  হেফাজত থেকে ৮শ মিটার কারেন্ট জাল, ১৪টি চাইনা চাই,  ৪(চার) টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরী জেলে নৌকা উদ্ধার পূর্রক জব্দ করা হয়।

আটক ৯জন অসাধু জেলের মধ্যে ৮ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ২টি নিয়মিত মামলা দায়ের এবং ১ জন অপ্রাপ্ত বয়স হওয়ায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।

আরেকটি অভিযানে চাঁদপুর সদর মডেল থানাধীন লঞ্চঘাটসহ পন্টুন উপরে বাথিং করা অবস্থায় রফ রফ ৭লঞ্চের মেইন গেইটে ভীড়ের মধ্যে উল্লেখিত উল্লেখিত আইনের সংঘাতে সংঘাতে জড়িত শিশু কয়েকজন যাত্রীর পকেট হইতে টাকাসহ মানিব্যাগ, বাটন মোবাইল চুরি করে পালানোর সময় ১। সাকিবুল হাসান প্রকাশ টোকাই (১৫), পিতা-মৃত বাবুল হাওলাদার, মাতা-চায়না বেগম, সাং-চুনকুটিয়া আমিনপাড়া (ছানি মিয়ার বাড়ী), ২। রিফাত আহম্মদ প্রকাশ বাটুল (১৬), পিতা-হিরা, মাতা-রোজিনা বেগম, সৎ মাতা-মুন্নি বেগম, সাং-হিন্দিরা গান্ধি, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর, বর্তমানে সাং-চুনকুটিয়া, আমিনপাড়া (মুরাদ মেম্বারের বাড়ী), ৩। মোঃ রাব্বি প্রকাশ বলদ (১৬), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-রুবিনা বেগম, সাং-চুনকুটিয়া আমিনপাড়া (মুরাদ মেম্বারের বাড়ী), ৪। মোঃ সিয়াম প্রকাশ অটো সিয়াম (১৫), পিতা-আলী আকবর, মাতা-ময়না বেগম, সাং-কৃষ্ণপুর, পোঃ-টেংরাখোলা, না-মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, বর্তমানে সাং-চুন কুটিয়া আমিনপাড়া (আলী মিয়ার বাড়ী), ৫। সাকিব আহমেদ প্রকাশ চিকু সাকিব (১৬ পিতা-জাহাঙ্গীর বেপারী, মাতা-কুলসুম বেগম, সাং-চুনকুটিয়া, নপাড়া (নজু মিয়ার বাড়ী), ৬। মোঃ সজিব প্রকাশ পিপড়া (১৫), পিতা-আমির, মাতা-জেসমিন, সাং- চুনকুটিয়া, আমিনপাড়া (আস্তানার সামনে থেকে ঢাকাদের আটক করা হয়।

তাদের হেফাজত হতে ১ টি কালো রঙের একটি লিভাইস লেখাবিশিষ্ট মানিব্যাগসহ মানিব্যাগে থাকা নগদ ১১৮০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটক ৬ জনের বিরুদ্ধে চুরি আইনে ১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

সম্পর্কিত খবর