
চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম চাঁদপুর ডিএসবি পরিদর্শন করেছেন।
২৪এপ্রিল চাঁদপুর ডিএসবি পরিদর্শন কালে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম কে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।
পরবর্তীতে বিশেষ পুলিশ সুপার ( ট্রান্সপোর্ট) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) চাঁদপুর ডিএসবি অফিস পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম-বার জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরিদর্শনকালে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডে অতিরিক্ত ডিআইজি সন্তোষ প্রকাশ করেন।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।