শাহতলী নির্বাসী আব্দুল আজিজ মিজির মাতার ইন্তেকাল

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের নিবাসী ব্যবসায়ী অলি মিজি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো: আব্দুল আজিজ মিজির মাতা ফকরুদ্দিন বেগম (৮০)ইন্তেকাল করেছেন। (ইন্না…..রাজিউন)।

২২ এপ্রিল দিবাগত রাত ৩টা ১৫মিনিটে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

২৩এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় হাসিম মিজি বাড়ি মসজিদের পাশে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান।

এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মো: হারুন বিডিআর, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের নেতা মো: মজিব কারী, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: জাহাঙ্গীর খান, সমাজসেবক মো: মাহবুবুল আলম বদু খান, বিআরএস ব্রিক ফিল্ডের ম্যানেজার মো: জসিম, সহকারি ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, বিকাশ ব্যবসায়ী মো: রনি মিজি, স্থানীয়শ্যামা মিজ, স্থানীয় তাহের মিজি, শাহতলী কামিল মাদরাসার কম্পিউটার অপারেটর মো: রিয়াদ হোসেন, কম্পিউটার অপারেটর মো: শরীফ খান।

এসময় আরো অংশগ্রহন করেন মরহুমার মেয়ে জামাই রুহুল আমিন ভূইয়া, মরহুমার নাতি মো: সোহেল খান, হালিম খান, সুমন ভূইয়া, সুজন ভূইয়া, মরহুমার ভাগনী জামাই খোকন মিজি, মরহুমার ভাগনী মতিন মিজি, মরহুমার ভাতিজা পোস্ট মাস্টার শরীফ মিজি, জহির মিজি, মজিব মিজি, আবিদ মিজি, শরীফ খান, রিয়াদ মিজি, জসিম ম্যানেজার, দেবপুরের সাবেক মেম্বার মো: মমিন।

উল্লেখ্য তার বড় ছেলে অলি মিজি শাহতলী বাজারের একজন ব্যবসায়ী ।

শোক প্রকাশ

এদিকে, শাহতলী নিবাসী ব্যবসায়ী অলি মিজি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো: আব্দুল আজিজ মিজির মাতা মরহুমা ফকরুদ্দিন বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।

 

সম্পর্কিত খবর