চাঁদপুর শহরে চুরি রোধকল্পে পুলিশি অভিযান অব্যাহত : ওসি শেখ মুহসীন আলম

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের ব্যাংক কলোনীসহ নানা স্থানে চুরি রোধকল্পে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে । গতকাল ২৩ এপ্রিল দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় চাঁদপুরের ব্যাংক কলোনির বাসা বাড়িতে চুরি শীর্ষক প্রকাশিত সংবাদটি দৃষ্টি আকর্ষন হয় চাঁদপুর মডেল থানার ওসি মো:শেখ মুহসীন আলমের ।

তিনি প্রকাশিত সংবাদটির পরিপ্রেক্ষিতে দৈনিক চাঁদপুর খবরকে জানান, শহরের ব্যাংক কলোনীসহ নানা স্থানে চুরি রোধকল্পে অভিযান চলছে । যাকেই আটক করা হবে তাকে আদালতে চালান দেওয়া হবে । আগে সন্দেহজনকভাবে ৫৪ ধারায় চালান দেওয়া যেতো ,এখন ৩৪ ধারায় চালান দিতে হয় ।

তিনি বলেন,ঈদের আগে ও পরে শহরে বাসাবাড়ী খালি থাকায় দু-চারটি চুরির ঘটনা ঘটেছে । তবে ইতিমধ্যে চুরি রোধ এবং চোরচক্রকে ধরতে পুলিশি অভিযান জোরদার করেছি । পুলিশের অভিযান বাড়ানো হয়েছে । যাকেই চুরির সাথে সন্দেহ হবে,তাকে আটক করা হবে।

বিশেষ করে ব্যাংক কলোনীতে অভিযান বাড়ানো হয়েছে । এলাকায় কারো কাছে কোন চুরির তথ্য থাকলে তা পুলিশকে দিয়ে সহযোগিতা করুন ।

 

সম্পর্কিত খবর