হাইমচর জবরদখল করে বসতঘর নির্মানের অভিযোগ : কোর্টের নিষেধাজ্ঞা জারী

হাইমচর প্রতিনিধিঃ চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ২ নং আলগী উত্তর ইউনিয়নের কাটাখালী সংলগ্ন লামচরী গ্রামের বেড়িবাঁধের পাশের জবরদস্তি দখল করে ছলেমান হাওলাদারের ছেলে জসিম হাওলাদার ইউপি সদস্য আঃ মতিন বেপারী ক্রয়কৃত জমি দখল করে বসতঘর নির্মানের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জমির মালিক মতিন বেপারী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জসিম হাওলাদারে বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ আইনে ১৪৫ ধারার বিধান মতে নিষেধাজ্ঞা আরোপ করেন। গতকাল রবিবার হাইমচর থানা পুলিশের এএসআই এমরান হোসেন আদালতে কাগজ পেয়ে উভয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দিয়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য মামলার বাদী আঃ মতিন বেপারী জানান, এ সম্পত্তি আমার ক্রয়কৃত জমি। এদেরকে সকালে মানা করার পরও এ জমিতে জোরপূর্বক বসতঘর তুলেছে। আমি আদালতে মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করেছি। আদালত আমার কাগজ পত্র দেখে আমি জমির মালিক হই না হই সেটা আদালত সিদ্ধান্ত দিবে।

এ ব্যাপারে ছলেমান হাওলাদার বলেন, আমি রাস্তার পাশে ৩০ বছর ঘর তুলে বসবাস করে আসছি। সরকারি জমিতে ঘর তুলে জীবন যাপন করে আসছি সকলে জানে। আমি প্রশাসনের কাছে অনুরোধ আমার বসতভিটা টা যেন রক্ষা পায়।

সম্পর্কিত খবর