অতিরিক্ত ডিআইজিকে চাঁদপুরের এসপির ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মাহফুজুর রহমান কেপিআই পরিদর্শনে চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলর ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল ২১এপ্রিল (রবিবার) চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মাহফুজুর রহমান চাঁদপুর জেলায় আগমন করলে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।

পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মাহফুজুর রহমানকে গার্ড অব ওনার প্রদান করেন।

এসময় চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।