চাঁদপুরে পাটোয়ারী বাড়ি জামে মসজিদ ও কবরস্থানে ভাঙচুর ঘটনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারীর বাবা মুক্তিযুদ্ধের সংগঠক পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম করিম পাটোয়ারীর কবরস্থান ও মসজিদ ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে পাটোয়ারী বাড়ি জামে মসজিদের সামনে এলাকার শতাধিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির ঘটনায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে দুই শতাধিক বহিরাগত কিশোর গ্যাংরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাটোয়ারী বাড়ির প্রায় ১০ জন গুরুতর আহত হয়েছে। দুই পক্ষের মাঝে হামলার ঘটনায় রেহাই পায়নি পাটোয়ারী বাড়ী জামে মসজিদ ও কবরস্থান।

দীর্ঘ দুই ঘন্টা যাবত দফায় দফায় হামলায় মসজিদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ও মুক্তিযুদ্ধের সংগঠক পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম করিম পাটোয়ারীর কবরস্থান ক্ষতি সাধন হয়।

এ সময় কিশোর গ্যাং দের প্রতিহত করতে গিয়ে পাটোয়ারী বাড়ি প্রায় ১০ জন রক্তাক্ত জখম হয়েছে। আহ তোরা সবাই চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পাটোয়ারী জামে মসজিদের হামলার ঘটনায় প্রতিবাদে এলাকার মুসল্লীরা ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মরহুম করিম পাটোয়ারীর ছেলে আন্তঃনগর বাস মালিক সমিতির সম্পাদক হিলশা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল পাটোয়ারী ও পাটোয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুর সালাম।

এই হামলার ঘটনা যারা জড়িত রয়েছে তাদের কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী মানুষ।

সম্পর্কিত খবর