এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক, সুষ্ঠু তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে : ডাঃ দীপু মনি

গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার চাঁদপুর শহরের তালতলা এলাকায় যে হামলা-পাল্টা হামলা, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি এক বিবৃতিতে বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক এবং অনভিপ্রেত। নিরীহ জনগণ, মসজিদ এবং কবরস্থানে হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনা শোনার সাথে সাথেই আমি চাঁদপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার জন্যে।

 

সম্পর্কিত খবর