চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মিজি বাড়িতে ভাড়া বাসায় পরকীয়ায় বাঁধা দেওয়ায় শাহতলী রেল স্টেশনস্থ আঁখি টেইলাসের মালিক আব্দুর রহমান পাটওয়ারী (৩২) স্ত্রীকে নির্যাতন ও মারধর করেছেন।
এ ঘটনায় ভিকটিম স্ত্রী তাহমিনা আক্তার সুমি সকালে ত্রিপল নাইনে ফোন করলে ঘটনাস্থল শাহতলীস্থ মিজি বাড়ীতে গতকাল দুপুরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ আসে। তখন আসামী আব্দুর রহমান পাটওয়ারী সহ
অপর আসামীগণ এসআই কুদ্দুস-২ ও এসআই জসিমসহ পুলিশের সাথে খারাপ আচরণ ও হামলা করে।
গতকাল ১৮ এপ্রিল এ ঘটনায় ভিকটিম স্ত্রী তাহমিনা আক্তার সুমি, স্বামী-আব্দুর রহমান পাটওয়ারী, সাং-শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর বাদী হয়ে ১। আব্দুর রহমান পাটওয়ারী, পিতা-মৃত নূর মোহাম্মদ পাটওয়ারী, ২। নূরজাহান বেগম (৬০), স্বামী মৃত নূর মোহাম্মদ পাটওয়ারী, ৩। মাকসুদা বেগম (৪০), পিতা-মৃত নূর মোহাম্মদ পাটওয়ারী,
৪। ফয়সাল পাটওয়ারী (৩৫), পিতা-মৃত নূর মোহাম্মদ পাটওয়ারী, ৫। আঁখি বেগম, পিতা-মৃত নূর মোহাম্মদ পাটওয়ারী, সর্ব সাং- স্থায়ী-পুরানবাজার, ওসমানিয়া মাদ্রসা সংলগ্ন পাটওয়ারী বাড়ি, বর্তমান- শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর গণকে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় মামলার তদন্তকারী কমকতা চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস ১৮এপ্রিল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে ঘটনার সত্যতা পেয়েছেন । পুলিশের উপর হামলার ও খারাপ আচারণের তথ্য পান । তার বাসা ও দোকানের মালামাল আটক রাখতে নিদেশ দিয়েছেন পুলিশ । অভিযুক্ত আসামী আব্দুর রহমান পাটওয়ারীসহ অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান চালাবেন ।
এ ঘটনায় ভিকটিম স্ত্রী তাহমিনা আক্তার সুমি গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান,আমার স্বামী শাহতলী রেল স্টেশনস্থ আঁখি টেইলাসের মালিক আব্দুর রহমান পাটওয়ারী পরকীয়ায় আসক্ত । কিছু বললেই আমার উপর সে ও তার পরিবারের সদস্যরা আমার উপর হামলা করে । আমি ন্যায় বিচার চাই ।