চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার এর দিকনির্দেশনা চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মতলব দক্ষিণ থানাধীন ভাঙ্গারপাড় হতে ৫০ পিস ইয়াবা সহ ১মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশের একটি চৌকস টিম।
এসআই (নিঃ) অনুপ কুমার দে এর নেতৃত্বে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানাধীন ভাঙ্গারপাড় সাকিনস্থ মতলব ব্রীজের মাথায় পাকা রাস্তার উপর থেকে নাম মোঃ শাকিল(৩৮), পিতা-নুর মোহাম্মদ খান, মাতা-মনোয়ারা বেগম, সাং-কৃষ্ণপুর,৭নং ওয়ার্ড,গজরা ইউনিয়ন,থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর।
এ সময় আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত নীল রংয়ের জিন্স প্যান্টের সামনে ডান পকেট হতে সাদা জিপারের ভিতরে রক্ষিত ৫০ পিস এ্যামফিটামিন সমৃদ্ধ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৫ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৫হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।