চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল চাঁদপুর সদর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুরস্কার প্রদানের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করতে হবে।
চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা সহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও অংশীজন।