
প্রেস বিজ্ঞপ্তি : হাইমচরের আলগী বাজারে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী কর্তৃক রস বিলাস হাইমচর শাখার কর্মচারীকে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখা।
চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালু ও সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে উল্লেখ, সংগঠনের পেডে প্রতিবাদ লিপিতে উল্লেখ, গত ১৪ এপ্রিল রবিবার রাত ১০ ঘটিকায় হাইমচরে আলগী বাজারে রস বিলাসের কর্মচারী মোঃ আজগর ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর কর্তৃক মারধরের শিকার হয়।। এই ন্যাক্কারজনব ঘটনার পর বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি চাদঁপুর জেলা শাখার ফয়সাল শপিং কম্পেলক্সস্থ কার্যালয়ে মঙ্গলবার ১৬ এপ্রিল সকাল ১১ টায় এক জরুরী সভা অনুষ্ঠিত।
উক্ত জরুরী সভায় হাইমচরের ঘটনায় বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির সর্ব সম্মতিক্রমে তীব্র প্রতিবাতদ ও নিন্দা প্রকাশ করে। এবং এই ঘটনার জন্য সুষ্ঠ তদন্ত ও বিচার দাবীপূর্বক প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে।