চাঁদপুর নৌ-থানার পুলিশের অভিযানে ১৩ জেলেকে আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ থানার ২৪ ঘন্টার অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়েছে।

১৪ এপ্রিল সাড়ে ১২টায় চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপিন্থ শিলারচর নামক স্থানের মেঘনা নদী হতে ১। বিল্লাল চৌকিদার (৩২), পিতা-মজিবর চৌকিদার, মাতা- রাজিয়া বেগম, ২। জাকির মাঝি (৪২), পিতা-মৃত শুকুর আলী মাঝি ৩। রাসেল প্রধানিয়া (২৮),

পিতা-ইমান হোসেন প্রধানিয়া, মাতা-সাফিায়া বেগম, ৪। তাজল চৌকিদার (১৯), পিতা-আক্তার চৌকিদার, মাতা- আসমা বেগম, ৫। মোঃ ইব্রাহিম (১০), পিতা-আব্দুল বাতেন, মাতা-সাজিয়া বেগম, সর্ব সাং-বকাউল কান্দি, ০৬ নং ওয়ার্ড, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুর, ৬। মোঃ জহির গাজী (২৪), পিতা-আমীর হোসেন গাজী, বেগম, ৭। আবুল কালাম (২৫), পিতা-রহিম কোড়ালি, উভয় সাং-দক্ষিন বোরোচর,

১নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর, হাকিম আলী (৮), পিতা-আবুল হোসেন মাল, সাং-চৌকিদারকর্দ্দি, থানা ও জেলা-চাঁদপুর, ৯। শয়ন আহমেদ (১৯), পিতা-মোঃ আব্বাস, মাতা-সালেহা বেগম, ১০। সুজন (২১), পিতা-মোঃ জাবেদ, মাতা-তাছলিমা বেগম, উভয় সাং- শিখিরচর, ২ নং ওয়ার্ড, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ১১। ফারুক বেপারী (৩২), পিতা-গিয়াস উদ্দিন বেপারী, অযুফা বেগম, ১২। খলিল দর্জি (২২), পিতা-বাচ্চু দর্জি, মাতা-রোখেয়া বেগম, ১৩। রনি বেপারী (১২), পিতা- এ্যালি বেপারী, মাতা-মুন্নি বেগম, সর্ব সাং-চুরিরচর, ১ নং ওয়ার্ড, থানা-সখিপুর, জেলা-শরীয়তপুরদেরকে গ্রেফতার করা হয়।

এসময় আসামীদের হেফাজত থেকে ২৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আটক ১৩ অসাধু জেলের মধ্যে ৯জনের বিরুদ্ধে মৎস্য আইনে ২টি নিয়মিত মামলা দায়ের এবং ৩ জন অপ্রাপ্ত বয়স ও ১জন বাক প্রতিবন্ধী হওয়ায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

সম্পর্কিত খবর