স্টাফ রিপোর্টার : লিবার ক্যান্সারে আক্রান্ত চাঁদপুর প্রেসক্লাবের সন্মানিত সদস্য, দৈনিক ইলশেপাড় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, বহু গুণে গুণান্বিত এসএম আনোয়ারুল করিম আজ মঙ্গলবার এন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
তিনি রাজধানীর ডেল্টা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
মরহুমের জানাজা আজ মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে মধ্য ইচলী পাকা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
তিনি খেলাফত মজলিস ও ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সাবেক সেক্রেটারি ও ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের সহ সভাপতি দায়িত্বে ছিলেন।
জানা যায় এসএম আনোয়ারুল করিম দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভুগছেন।
আজ মঙ্গলবার সকালে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। তাহার এই করুন মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছেন ।
শোকাহত : এস এম আনোয়ারুল করিমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদী। তিনি
তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকর্ত পরিবারের সমবেদনা জানান ।
এদিকে তাহার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ । তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকর্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।