সাইদ হোসেন অপু চৌধুরী : রমজানের পবিত্রতা মুসলিম সমাজে নিয়ে আসে প্রশান্তি, প্রফুল্লতা ও পূর্ণতার বার্তা। মাসব্যাপী রোজা পালন শেষে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে যেন কাউকে বঞ্চিত হতে না হয়, সেই প্রচেষ্টা চলে প্রতিটি মুসলিম ঘরে ঘরে, প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানে।
রমজান মাসের মহিমা ছড়িয়ে দেওয়ার জন্য ও ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে শনিবার (৬ এপ্রিল ) দুপুর ১২টায় পলি বাংলাদেশ আয়োজিত ও সংগঠনের দাতা সদস্য মোঃ হোসাইন বেপারী সার্বিক সহযোগিতায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন কাপড় তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রজত শুভ্র সরকার, সমাজসেবা কর্মকর্তার (রেজিস্ট্রেশ) মনিরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পলি বাংলাদেশের ভলেন্টিয়ার অপু কুমার বিশ্বাস, হাসান পাটওয়ারী, আরাফাত সর্দার, দেলোয়ার সুমন, রেজাউল ইসলাম রকি, সাফায়েত খান শুভ, বাপ্পি কুমার বিশ্বাস, শুভ সাহা, শান্ত কুমার বিশ্বাস ও দীপ্ত সাহা।