স্টাফ রিপোটার : দপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
গতকাল ৬এপ্রিল (শনিবার) সরকারি শিশু পরিবারের শিশুদের হাতে ঈদের পোশাক ও অন্যান্য সামগ্রী তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী ডা: দীপু মনি এমপি।
অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় চাঁদপুর সরকারি শিশু পরিবারের শিশুরা সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। শিশুরা সমাজকল্যাণমন্ত্রী কে কার্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। তিনি শিশুদের সাথে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন।