চাঁদপুর খবর রির্পোট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ডা: দীপু মনি এমপি চাঁদপুর সফরে আসছেন।
গতকাল ৪এপ্রিল (বৃহস্পতিবার) সমাজকল্যাণমন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
কর্মসূচী হলো- ৪এপ্রিল (বৃহস্পতিবার) রাত ৮টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। রাত সাড়ে ১১টায় চাঁদপুর জে এম সেনগুপ্ত রোডস্থ নিজ বাসভবনে উপস্থিতি ও রাত্রিযাপন করেন।
আজ ৫এপ্রিল (শুক্রবার) বিকাল ৪টায় চাঁদপুর ওয়াপদা গেইট গ্যাস পাম্প সংলগ্ন গাজী বাড়িতে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক খালেদ হোসেন তপুর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করবেন।
৬এপ্রিল (শনিবার) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ১শ ২৮ জন রোগীকে ৫০,০০০ টাকা হারে ৬৪ লক্ষ টাকা চেক বিতরণ করবেন। এদিন বিকাল ৫টায় বাবুর হাট শিশু সদনে চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শিশু পরিবারের নিবাসীদের সাথে ইফতারে অংশগ্রহন করবেন।
সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ৯টা ১৫মিনিটে ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।