চাঁদপুরে মাসব্যাপী বৈশাখী মেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পরিবেশনে অধশতাধিক সাংস্কৃতিক সংগঠন

স্টাফ রিপোর্টার : এই প্রথমবারের মতো চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় ডাকাতিয়া নদীর তীরে মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই বৈশাখী মেলায় চাঁদপুরের স্বনামধন্য প্রায় অধশতাধিক সাংস্কৃতিক সংগঠন এই মাস ব্যাপী কর্মকান্ডে সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করবে বলে জানিয়েছেন সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক কুমার সরকার ও সদস্য সচিব জহির উদ্দিন বাবর।

আগামী ১০ এপ্রিল এই মেলার কার্যক্রম শুরু হলেও আগামী ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

মাসব্যাপী বৈশাখী মেলার মঞ্চে বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে যেসব সংগঠন সেগুলো হলোঃ নৃত্যাঙ্গন, জয়ধ্বনি সংগীত বিদ্যালয়, বাউল শিল্পীগোষ্ঠী, চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চ, বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সুরধ্বনি সঙ্গীত একাডেমী,নিত্যধারা,

বহুবচন আবৃত্তি সংগঠন, চাঁদপুর জেলা পরিষদের ব্যবস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান, সারদা দেবীর সঙ্গীত একাডেমী হাজিগঞ্জ, নাটক গোষ্ঠী, শিশু থিয়েটার নিত্য বিভাগ, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র চাঁদপুর, কচুয়া ঝিলমিল সাংস্কৃতিক সংগঠন,

হরিজন শিল্পীগোষ্ঠী, চাঁদপুর মঞ্চ, লেখক পরিষদ, সপ্তরূপা শিক্ষালয়, প্রতিভা সাংস্কৃতিক সংগঠন,উদয়ন সংগীত বিদ্যালয়, রক্সি মিউজিকাল ব্যান্ড, স্বপ্নকুড়ি সাংস্কৃতিক সংগঠন, অনুপম নাট্যগোষ্ঠী, বাবুরহাট স্কুল এন্ড কলেজ,বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ,রংধনু  সৃজনশীল নৃত্য সংগঠন, দোয়েল সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, সংগীত নিকেতন, বর্ণচোরা নাট্যগোষ্ঠী,

সপ্তসুর সংগীত একাডেমি, পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক,বঙ্গ সাংস্কৃতিক সংগঠন, অনন্যা নাট্যগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তন , রংঙ্গের ঢোল, পুঁথি পাঠের আসর, চাঁদপুর ড্রামা, মাটি সংস্কৃতিক সংগঠন, মেঘনা থিয়েটার,

বীর প্রতীক মমিনউল্যাহ পাটোয়ারী স্কুল এন্ড কলেজ, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, দীপ্ত বাংলা, অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠন, অরূপ নাট্যগোষ্ঠী,উদীচী নাট্যদল।এছাড়া সাহিত্য আড্ডা প্রতিযোগিতা  অনুষ্ঠিত হবে।

২৪ এপ্রিল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঞ্চের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।

 

সম্পর্কিত খবর