স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সস্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এবার চাঁদপুর জেলা ২৯৬০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীরা সড়কও জলপথে নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে সে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারী, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি বিপ্লব সরকার, বাস মালিক সমিতির সভাপতি বাবুল মিজি প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমতিয়াজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাংবাদিক এমআর ইসলাম বাবুসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।