স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় ৩০০ জন কৃষক এর মাঝে প্রনোদনা বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ থেকে ১ কেজি করে ৩শত জন কৃষকদের মাঝে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাট বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
এ সময় প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্য বলেন বর্তমান সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনা বিতরণ করে আসছেন, সরকারের প্রধান লক্ষ্যে হচ্ছে, কৃষিখাতকে এগিয়ে নেওয়া, তাই আমারা যারা সরকারের প্রতিনিধিত্ব করছি, তারা অবশ্যই সরকারের লক্ষ্যেকে এগিয়ে নিতে কাজ করতে হবে, কোন জমি যাতে খালি না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।
অবাধে যাতে কৃষি জমি নষ্ট না করতে পারে সেদিকে ও নজর রাখতে হবে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।