মতলব দক্ষিণে প্রচারণায় ব্যস্ত উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা 

সমির ভট্টাচার্য্যঃ  ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রর্থীরা ।  চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।

১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তফসিল ঘোষণার পরপরই নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা যাচ্ছে। উপজেলার দুইটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত। কেউ কোনো অংশে কম নয়। স্ব স্ব প্রার্থীরা নিজস্ব কর্মী নিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে । তারা পোস্টার . ব্যানার, ফ্যাস্টুন , হ্যান্ডবিল মাধ্যমে

প্রার্থিতার জানান দিয়ে দোয়া ও সমর্থন চেয়ে নিচ্ছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটওয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান শওকত আলী বাদল, খাদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে কয়েক জনের নাম শোনা যাচ্ছে এর মধ্যে আশ্রাফুল ইসলাম সোহাগ, অ্যাডঃ আল-আমিন উজ্জ্বল, মাহমুদুল হাসান,

মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার মোঃ কামাল দেওয়ান।  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজমা আক্তার আঁখি (আছমা) ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের শীলা মনির নাম শোনা যাচ্ছে ।

তবে জনপ্রিয়তায় আছমা আক্তার আঁখি এগিয়ে রয়েছেন। এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ ভূঁইয়া জানান, প্রথম ধাপের নির্বাচনে এ উপজেলায় অনুষ্ঠিত হবে। ৮ মে নির্বাচনকে সামনে রেখে আমারা প্রস্তুতি নিচ্ছি। এ উপজেলায় ৫৮টি ভোট কেন্দ্র এবং ১লাখ ৯৮ হাজার ভোটার রয়েছে। তবে পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটার বেশি এ উপজেলায় ভোট গ্রহন হবে ইভিএমএ ।

 

সম্পর্কিত খবর