চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ থানার ২৪ ঘন্টার অভিযানে ৮জেলেকে গ্রেফতার করা হয়েছে।
১এপ্রিল সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এর নেতৃত্বে নৌ পুলিশ, কোস্টগার্ড ও সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন পদ্মা ও মেঘনা নদী এলাকার বিভিন্ন স্থান হতে ১। হাফেজ চানী (৩২), পিতা-মন্টু ঢালী, ২। সবুজ মাল (১৯), পিতা-মজিদ মাল, ৩। রাজিব মাল (২০), পিতা-দেলু মাল, ৪। ফারুক মাল (৩৫), পিতা- জহির মাল, ৫। নয়ন (১৮), পিতা-মালেক, ৬। শান্ত মাল (১২), পিতা-ফারুক মাল, সর্ব সাং-পশ্চিম জাফরাবাদ, ৭। রুবেল গাজী (১৯), পিতা-হারুন গাজী, ৮। শুকুর জমাদার (২৩), পিতা-রাজ্জাক জমাদার, উভয় সাং- দোকানঘর, সর্ব থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরদের আটক করা হয়।
আটককৃত আসামীদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরী জেলে নৌকা জব্দ করা হয়।
আটক ৮ জনের মধ্যে ৭জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে এবং ১জন অপ্রাপ্ত বয়স হওয়ায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।