চাঁদপুর নৌ-থানা পুলিশের অভিযানে ১৭জেলে আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ-থানার ২৪ ঘন্টার অভিযানে ১৭জেলেকে গ্রেফতার করা হয়েছে।

৩১মার্চ চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুপুর ইউপিস্থ লালপুর নামক স্থানে মেঘনা নদী হতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে অসাধু জেলে ১। টিটু তফাদ্দার (৩৫), পিতা-নুর বক্কর তফাদ্দার, মাতা -জাহানারা বেগম, সাং-নাওভাঙ্গা, ৬নং ওয়ার্ড,

২। মোঃ জসিম উদ্দিন (৩০) কুলসুমা বেগম, ৩। মোঃ ইয়াছিন (২০), পিতা-রফিক ভুইয়া, মাতা-রাহিমা বেগম, ৪। নুর আলম (৩৮), পিতা-মতিপাল, মাতা-নাছিমা বেগম, ৫। রেজাউল মোল্লা (২২), পিতা-সুলতান মোল্লা, মাতা-রেজিয়া বেগম, ৬। আজিম বকাউল (২৬), পিতা-আবুল হোসেন বকাউল, মাতা-রেহানা বেগম, ৭। মামুন ভুইয়া (২২), পিতা-বাবুল ভুইয়া, মাতা- আছিয়া বেগম,

৮। আবুল হোসেন বকাউল (৬০), পিতা-মৃত ইর্দিস আলী বকাউল, মাতা-মৃত নুর বানু, সালুরচর, ৮নং ওয়ার্ড, জহিরাবাদ ইউপি, ৯। মোঃ আরিফ (৩০), পিতা-ময়নাল হক মাঝি, মাতা-লজাতুন নেছা, সাং- দক্ষিন সরদারকান্দি, ৪নং ওয়ার্ড, ১০। মঈনুদ্দিন (১৯), পিতা-মৃত সিরাজ উদ্দিন, মাতা-শরীফা বেগম, ১১। রমজান আলী (১৪), পিতা-স্বপন হোসেন, ১২। মোঃ হাছিব (১৩), পিতা-রবি উল্যাহ, সর্ব সাং-পূর্ব বালুরচর, ৮নং ওয়ার্ড, সর্ব থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এসময় আসামীদের কাছ থেকে ২ হাজার বর্গমিটার অবৈধ মশারী জাল, ১টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরী জেলে নৌকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত ১২ জন জেলের মধ্যে ১০জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের এবং ২জ়ন অপ্রাপ্ত বয়স হওয়ায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়।

একইদিন অপর একটি অভিযানে বিকাল সাড়ে ৪টায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল সহকারী পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম এর নেতৃত্বে চাঁদপুর নৌ থানা পুলিশ চাঁদপুর সদর মডেল থানাধীন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনাকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট হতে প্রয়োজনীয় কাগজপত্র ত্রুটি বিচ্যুতির কারনে ৫টি বাল্কহেড সহ ৫জনকে আটক করা হয়েছে।।

আটককৃত আসামীরা হলো ১। মোঃ কামাল (৩৬), পিতা-মৃত আলতাফ হোসেন, সাং-আহম্মদপুর, ১নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ২। মোঃ ইব্রাহিম (৪৫), পিতা-আব্দুল হক হাওলাদার, সাং-ছোট নীলগঞ্জ, ৯নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা-বরগুনা, ৩। আব্দুল করিম (৩০), পিতা-আব্দুল সাত্তার বেপারী, সাং-ভবানীপুর, ৭নং ওয়ার্ড, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, ৪। মোঃ আব্দুর রহিম (৩৫), পিতা-মৃত ছিদ্দিকুর রহমান, ৫। মোঃ হাসান (৪২), পিতা-মৃত সহবার আলী, সাং-কাটাখালী, ১নং ওয়ার্ড, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুরদের আটক করা হয়।

আটককৃত ১২জন অসাধু জেলের মধ্যে ১০ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের এবং ২অপ্রাপ্ত বয়স হওয়ায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। আটক বাল্কহেডের ৫জন সুকানির বিরুদ্ধে অভ্যান্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) মোতাবেক বিজ্ঞ মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়।

সম্পর্কিত খবর