সমির ভট্টাচার্য্য : সেবামূলক সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলমেন্টের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমনের সৌজন্যে ইফতার ও দোয়া অনুষ্ঠান ২৮ মার্চ বাদ আছর মতলব ক্যামব্রিয়ান ইংলিশ ভার্সন স্কুলে অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলার ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলমেন্টের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন। বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
এ সময় মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন দেওয়ান, সাবেক সাধরণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, রেদোওয়ান জাকির, ডিউড্রফ স্কুলের পরিচালক সাঈদুল আরফিন শ্যামল সহ সংগঠনের সদস্যবৃন্দ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।