স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী খান বাড়ি বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২২ মার্চ) কুমারডুগী খান বাড়ি বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
মসজিদ কমিটির সভাপতি প্রভাষক ডা: জুলফিকার আলী খান ভুট্টু এর সভাপতিত্বে ইফতার ও দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান মিন্টু, কোষাধক্ষ্য রাজীব খান, সোহাগ খান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম খান। এছাড়াও মজিবুর রহমান খান, বাদল খান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনসুর খান সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, , ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম খান,
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, জসিম খান, আশরাফ খান, মাসুদ খান, তবিবুল্লাহ খান, শাহনেওয়াজ খান মাস্টার, আলমগীর খান, নাহিদ খান, এরশাদ খানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী, গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।