শামীম আহম্মেদ জয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে উন্নীত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে মতলব উত্তর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তার যোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলেছেন। দেশের প্রতিটি গ্রামে গ্রামে বিদুৎ, ইন্টারনেট, শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁকা রাস্তা, ব্রিজ-কালভার্টসহ সকল সুযোগ-সুবিধা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।
দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে কোনো বিশৃঙ্খলাকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে পারে।
সভায় আরও বক্তব্য দেন, এসময় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হক চৌধুরী রনি, আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক হোসেন চৌধুরী মাহি, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্ল্যাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন গাজী।
এ সময় উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানিক দর্জি, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরহার সুভা, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান গাজী সেলিম রেজা, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্ল্যাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ,
উপকমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা আওয়ামী লীগ নেতা রাধে শ্যাম সাহ চান্দু, হাসান মুর্শেদ চৌধুরী আহার, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি নাইমুল হাসান লাভলু’সহ আরো অনেকে।