চাঁদপুর সরকারি কলেজে শিক্ষকদের ১০ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি

চাঁদপুরের বৃহত্তম প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজের আইসিটি ল্যাবে কলেজ শিক্ষকদের দশদিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি ঘটেছে। সিইডিপি, জাতীয় বিশ^বিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় বিশ^বিদ্যালযের অধিভুক্ত চাঁদপুর জেলার ০৬টি কলেজের মোট ৩০জন কলেজ শিক্ষক এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন।

দশদিনব্যাপী এই বেসিক আইসিটি প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কিউ এম হাসান শাহারিয়ার, গোলাম রেদওয়ান, মোঃ আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম নাছির।

সমাপনী অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, সিইডিপির ফিন্যান্স অফিসার শামীম সিদ্দিকি ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

সভাপতির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে ও স্মার্ট জনগোষ্ঠী তৈরিতে আইসিটি শিক্ষার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর