শাহরাস্তির উয়ারুক বাজারে মোবাইল কোর্ট: ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর খবর রির্পোট: পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও সহনীয় পর্যায়ে  রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উয়ারুক বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক দোকানকে ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের কারাদন্ড প্রদান করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।

গতকাল ১৮মার্চ (সোমবার) শাহরাস্তির উয়ারুক বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খোলা খাদ্যদ্রব্য রাখা, তেলের বালতিতে পোকা মাকড় ও আবর্জনা পড়ায় ও মেয়াদোত্তীর্ন মালামাল পাওয়ায় স্টোরটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ মালামাল বিনষ্ট করা হয়।

অভিযানে ডিলিং লাইসেন্স, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা এবং মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে দেখা হয় ও দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়।

ফলের দোকান গুলোতে ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করা হয় ও ফলের ঠোঙ্গা গুলোর একেকটির ওজন ৮০ গ্রামের উপরে পাওয়া যাওয়ায় ক্রেতাকে ফল বিক্রির সময় ঠোঙ্গার ওজন বাদ দিয়ে ফল ওজন করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়।

 

সম্পর্কিত খবর