এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে চাঁসক শিক্ষার্থীরা পেল নতুন বাস

স্টাফ রিপোর্টার : ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি নতুন বাস দেয়া হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে নতুন বাসটির কার্যক্রম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পরে মন্ত্রী বাসে প্রবেশ করে ঘুরে দেখেন।

জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, কলেজ অধ্যক্ষ অসিত বরণ দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজিসহ শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর