চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযান ৩টি বাল্কহেডসহ ৬জনকে আটক

স্টাপ রিপোর্টার : চাঁদপুরের মেঘনা নদীতে ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে চলাচলের সময় ৩টি বাল্কহেড জব্দ এবং ৬জনকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) রাতে বাল্কহেড ও ৬ ব্যাক্তিকে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন স্থান থেকে জব্দ ও আটক করা হয়।

শনিবার (১৬ মার্চ) রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য জানান।
আটক ব্যাক্তিরা হলেন-মো. আব্দুর রহিম (৪৫), মো. ইয়াসিন আরাফাত (২২), সুকানি মো. আলী আকবর রনি (৩২), মিস্ত্রি মো. নাঈম (২২), সুকানি মো. সেলিম (৫০), স্টাফ মো. শাকিল সৈয়াল (২৫)। এদের বাড়ী বরগুনা, পিরোজপুর,বরিশাল, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

ওসি বলেন, তাদের হেফাজত হতে ৩টি স্টীলের তৈরী বাল্কহেড, যাহার মূল্য অনুমান ২ কোটি ৪০লাখ টাকা উদ্ধার করা হয়। রাত ২২.৩০ ঘটিকায় পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে আলামত হিসেবে জব্দ করা হয়। এই সংক্রান্ত বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় ৬ জনের বিরুদ্ধে ৩টি নিয়মিত মামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর