শাহরাস্তিতে ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তিতে ৫০ পিচ পিচ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটের সময় পৌরসভার শ্রীপুর গ্রামের চাঁন মিয়া গাজীর সামনে অভিযান চালায় পুলিশ। ওই সময় সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মনির হোসেনের পুত্র আরমান হোসেনকে (২২) আটক করে। পুলিশ আটককৃতের দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা জব্দ করে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতার আরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সম্পর্কিত খবর