শাহরাস্তিতে ৩০ যানবাহন মালিককে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ টি যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মালিকদেরকে ২০ হাজার ৮ শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, দুপুরে পৌরসভার উপলতা এলাকায় প্রধান সড়কের পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ওই সময় মটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক ও পিকআপসহ ৩০ টি যানবাহনের বিরুদ্ধে নিবন্ধনবিহীন,  মেয়াদোত্তীর্ণ টেক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স বিহীন যান চালনা ও হেলমেট বিহীন মটরসাইকেল আরোহণের অভিযোগে ২০ হাজার ৮ শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে শাহরাস্তি মডেল থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা সহায়তা করেন।

সম্পর্কিত খবর