হাজীগঞ্জ পৌরসভাসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি কামরুল হাসান

স্টাফ রিপোটার : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ ও হাটিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রথমে হাজীগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং পৌরসভার কার্যক্রম পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এ সময় ভূমি অফিসের কানুনগো মিলাদ হোসেন, সার্ভেয়ার আবুল কালাম’সহ কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক কামরুল হাসান ভূমি অফিসার অনলাইন কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ ছাড়াও বিভিন্ন রেকর্ড জরিপ, খারিজ প্রসঙ্গে কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন। সাধারণ জনগণ যেনো কোন প্রকার সেবা পেতে হয়রানি না হন সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক করেন।

দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ইউনয়ন পরিষদ ভবন পরিদর্শনে গেলে ইউপি চেয়ারম্যান এ কে এম মজিবুর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ জেলা প্রশাসক কামরুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধ, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, ইউনিয়ন পরিষদের ট্যাক্স প্রসঙ্গে জানতে চান। পাশা-পাশি স্থানীয় সরকারের কার্যক্রমে যেনো জনগণ সন্তুষ্ট থাকে সে ব্যাপারে জনপ্রতিনিধিদের আরো কাজ করার তাগিদ দেন।

সম্পর্কিত খবর