চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ৭ম দিন অনুপস্থিত ৭জন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ৭ম দিনের পরীক্ষায় অংশগ্রহন করেন ৩১হাজার ৯শত ৭৯জন এবং অনুপস্থিত ছিলেন ৭জন পরীক্ষার্থী।

২৮ফেব্রুয়ারী দৈনিক চাঁদপুর খবরকে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারি কমিশনার মো: জাকারিয়া হোসেন।

এদিন কুমিল্লা বোর্ডের অধীন চাঁদপুরে এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৮১০জন, অংশ গ্রহন করেন ২৪৮০৬জন। অনুপস্থিত ছিলেন ৪জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুরে দাখিলের হাদিস শরীফ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭হাজার ১শ ৭৬জন এবং অংশগ্রহন করেন ৭হাজার ১শ ৭৩জন, অনুপস্থিত ছিল ৩জন।

 

সম্পর্কিত খবর