চাঁদপুর ফ্যামিলি কেয়ার ক্লিনিককে মোবাইল কোর্টে ২৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রির্পোট:  আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধ ও জনস্বাস্থ্য নিশ্চিত এ চাঁদপুর সদর উপজেলার পৌরসভাধীন ফ্যামিলি কেয়ার ক্লিনিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫৩ লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্টে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেছেন চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ।
গতকাল ২৫ফেব্রুয়ারী অভিযান পরিচালনাকালে ক্লিনিকের বেশ কিছু গাফিলতি পরিলক্ষিত হয়। বিশেষ করে ব্লাড ব্যাংক না হওয়া সত্ত্বেও তাদের ফ্রিজে এক ব্যাগ ব্লাড সংরক্ষণ করেছেন মর্মে দেখা যায়। এক্সরে রুম ও টি রুম সহ অন্যান্য রুম  অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় থাকায় এ জরিমানা করা হয়।
অভিযান কালে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে ডা: মোঃ সাখাওয়াত উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

সম্পর্কিত খবর