চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দু’নেতাকে ২ বছরের কারাদণ্ড

শওকত আলী : চাঁদপুর আদালতের রায়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে ২ বছরের কারাদন্ড প্রদান করেছে বলে আদালত সূত্রে জানা গেছে। এ রায়ের সময় আদালতে জেলা ছাত্রদলের সাধারণ ইসমাইল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদল নেতা জুনায়েদ জুকি অনুপস্থিত ছিলেন না।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) শেষ বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন এ রায় ঘোষনা করেন। মামলা নং-৫৩৫/১৭।

জানা যায়, ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মাহবুব মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামী ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ওইদিন ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে গ্রেফতার করা হলেও পরে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন, আক্তার হোসেন। আসামীপক্ষের আইনজীবি ছিলেন, হারুনুর রশিদ, জাহাঙ্গীর খান, কোহিনুর বেগম ও ইয়াছিন আরাফাত।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম বলেন, চাঁদপুরে এটিই প্রথম রাজনৈতিক মামলায় ২জন নেতার সাজা হয়েছে। এটি একটি গায়েবী মামলা। এর কোন সত্যতা নেই। ন্যায় বিচার হয়নি। এ রায়ের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সম্পর্কিত খবর