চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৬জন, বহিস্কার ৭জন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহন করেন ৩২হাজার ৬শত ১০জন এবং অনুপস্থিত ছিলেন ১৬জন পরীক্ষার্থী।

মোট পরীক্ষার্থী ছিল ৩২হাজার ৬শ ২৬জন। অপরদিকে এদিন জেলায় এসএসসি পরীক্ষায় ৪পরীক্ষার্থী ও দাখিলের ৩পরীক্ষার্থী বহিস্কার হয়। এছাড়াও ২ শিক্ষকও বহিস্কার হয়।

২২ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যায় দৈনিক চাঁদপুর খবরকে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারি কমিশনার মো: জাকারিয়া হোসেন।

বৃহস্পতিবার তৃতীয় দিনে কুমিল্লা বোর্ডের অধীন চাঁদপুরে এসএসসির ইংরেজী ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫হাজার ৩শ ৩৭জন এবং অংশগ্রহন করেন ২৫হাজার ৩শ ৩৬জন ও অনুপস্থিত ছিল ১জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুরে দাখিলের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭হাজার ২শ ৮৯জন এবং অংশগ্রহন করেন ৭হাজার ২শ ৭৪জন, অনুপস্থিত ছিল ১৫জন
এসএসসি ও সমমান পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে।

সম্পর্কিত খবর